সোমবার ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের নির্বাচনে কোন দল কত আসন পেল?

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৫ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   13 বার পঠিত

যুক্তরাজ্যের নির্বাচনে কোন দল কত আসন পেল?

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি। এর অর্থ হলো স্যার কিয়ের স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবার হতাশজনক অবস্থানে রয়েছে।

নির্বাচনের ফল ঘোষণা শেষ হলে ঋষি সুনাক রাজার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিবেন। রাজা স্টারমারকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।

যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে লেবার পার্টি এ পর্যন্ত ৪১২ আসনে জয় পেয়েছে। ১২১ আসন পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৭১ আসনে জয় পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

তাছাড়া এসএনপি জয় পেয়েছে ৯ আসনে। ৭ আসন পেয়েছে এসএফ। ২৮টিতে জয় পেয়েছে অন্যান্যরা। ২ আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

এর ফলে ২০১০ সালের পর আবারও ডাউনিং স্ট্রীটে একজন লেবার প্রধানমন্ত্রী আসছেন। অন্যদিকে কনজারভেটিভদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে লড়াই হবে। কারণ মনে হচ্ছে ঋষি সুনাক নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন।

সূত্র : বিবিসি

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

londonpratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের