প্রতিদিন ডেস্ক | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 9 বার পঠিত
ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ডেজারঝিনস্ক (ইউক্রেনীয় নাম টোরেৎস্ক) শহর থেকে তাদের ইউনিটগুলো প্রত্যাহার শুরু করেছে।
আজ রবিবার রাশিয়ার সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস।
সূত্রটি জানায়, ডেজারঝিনস্কে (টোরেৎস্ক) শত্রুপক্ষের অবস্থা অত্যন্ত শোচনীয়। তারা আবারও পালাতে বাধ্য হচ্ছে। বর্তমানে শহর থেকে তাদের কিছু ইউনিট আংশিকভাবে প্রত্যাহার করা হচ্ছে।
সূত্রটি আরও জানায়, ইউক্রেনীয় সামরিক বাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে সেনা প্রত্যাহারের পরিচিত পদ্ধতি অনুসরণ করছে।
মূলত রুশ বাহিনীর আক্রমণে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ডেজারঝিনস্কের পরিস্থিতি ক্রমাগত জটিল হয়ে উঠছে। যার ফলে সেখান থেকে ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হচ্ছে।
Posted ৬:১৪ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
londonpratidin.com | Zamshed Alam