সোমবার ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের মিসাইল হামলা ব্যর্থ হয়েছে; দাবি যুক্তরাষ্ট্রের

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   9 বার পঠিত

ইরানের মিসাইল হামলা ব্যর্থ হয়েছে; দাবি যুক্তরাষ্ট্রের

জ্যাক সুলিভান

ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরই উত্তেজনা পৌঁছে গেছে চরমে। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান দাবি করেছেন, দখলদার ইসরায়েলের ওপর ইরানের চালানো মিসাইল হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, “দেখে মনে হচ্ছে তাদের হামলা ব্যর্থ এবং অকার্যকর” ছিল।”

ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে মার্কিন এই কর্মকর্তা বলেছেন, “এই হামলার কঠোর পরিণতি হবে এবং আমরা ইসরায়েলের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।”

কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের সুলিভান বলেন, “ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আলোচনা শুরু করেছে এবং আলোচনা চলবে।”
তিনি জানিয়েছেন, ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং মার্কিন নৌ ডেস্ট্রয়ার ইসরায়েলের প্রতিরক্ষায় অংশ নিয়েছিল এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

এদিকে, ইরানের হামলায় ইসরায়েলের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

londonpratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের