সোমবার ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আইএমএফ’র মিটিংয়ে অর্থপাচারের তথ্য সংগ্রহ করা হবে : উপদেষ্টা

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   4 বার পঠিত

আইএমএফ’র মিটিংয়ে অর্থপাচারের তথ্য সংগ্রহ করা হবে : উপদেষ্টা

ফাইল ছবি

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিটিংয়ে অর্থপাচারের তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। এরই মধ্যে একটি টাক্সফোর্স কাজ করছে।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ চলছে। এ বিষয়ে আমার গুরুত্ব দিচ্ছি। পাচার তো এক দিনে হয়নি তাই এই অর্থ ফিরিয়ে আনতেও সময় লাগবে।

এসময় নিত্যপণ্যের বাজার নিয়েও তিনি কথা বলেন। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ডিমের দামে সস্তি এসেছে। অন্যান্য পণ্যের দামেও আশা করি দ্রুত স্বস্তি ফিরে আসবে।

Facebook Comments Box

Posted ২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২০ অক্টোবর ২০২৪

londonpratidin.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু তাহের